রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
15 Apr 2025 03:41 am
![]() |
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গত শনিবার রাতে কাহালুর বাখরা বেলঘড়িয়া অফিস কার্যালয়ে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এর অন্তর্ভূক্ত বাখরা বেলঘড়িয়া মোটর শ্রমিক কল্যাণ সমিতি ও বিশ্রামাগার স্ট্যান্ড কমিটির উদ্যোগে এক অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপিত ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেড়ারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল হামিদ মিটুল।
উক্ত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সাম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেড়ারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান, কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান অনিছ, কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মুরইল ইউ পি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন আজাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এর অন্তর্ভূক্ত বাখরা বেলঘড়িয়া মোটর শ্রমিক কল্যাণ সমিতি ও বিশ্রামাগার স্ট্যান্ড কমিটির সভাপতি আব্দুস ছামাদ প্রামানিক, সাধারণ সম্পাদক সোহেল মন্ডল সহ জেলা ও বাখরা বেলঘড়িয়া মোটর শ্রমিক কল্যাণ সমিতি ও বিশ্রামাগার স্ট্যান্ড কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।